পশ্চিম আফ্রিকার দেশ গিনির এনজেরকোরে একটি ফুটবল ম্যাচে রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষ নিহত হওয়ার শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।
সোমবার (২ ডিসেম্বর) এএফপির প্রতিবেদনে জানানো হয়, একটি ফুটবল ম্যাচ চলাকালীন রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তের পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। দর্শকরা মাঠে ঢুকে পড়লে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষের তীব্রতা স্টেডিয়ামের সীমানা ছাড়িয়ে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় হাসপাতালের মর্গে মৃতদেহে ভরে গেছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে ভয়াবহ বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ। যদিও এএফপি তাৎক্ষণিকভাবে এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
এক চিকিৎসক জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে। অন্য একজন চিকিৎসক বলেছেন, হতাহতের সংখ্যা এত বেশি যে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পর দর্শকদের উত্তেজনা ক্রমে সহিংসতায় রূপ নেয়। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘মাঠে উত্তেজনা শুরু হওয়ার পর পরিস্থিতি এত দ্রুত খারাপের দিকে যায় যে আমরা কিছু বুঝে ওঠার আগেই সংঘর্ষ শুরু হয়।’
উত্তেজিত জনতা সংঘর্ষের পর স্থানীয় পুলিশ স্টেশনে আক্রমণ চালায়। সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
দেশটির সরকার এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি। তবে সংঘর্ষের ভয়াবহতায় পুরো গিনি শোকে আচ্ছন্ন।