নিউজনেস্ট

মাওলানা সাদ নিয়ে মানহানির অভিযোগে ৫০০ কোটি টাকার মামলা

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাস২১
মাওলানা সাদ নিয়ে মানহানির অভিযোগে ৫০০ কোটি টাকার মামলা। ছবি : সংগৃহীত

মাওলানা সাদ কান্ধলভীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ তুলে হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকসহ ১২ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। মামলাটি করেছেন মাওলানা সাদের অনুসারী মো. যুবায়ের হোসেন।

বাদীর আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ জানিয়েছেন, সোমবার (২ ডিসেম্বর) ঢাকার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলার আবেদন করা হয়। আদালত আবেদন গ্রহণ করে ১৪ জানুয়ারি শুনানির তারিখ ধার্য করেছেন।

মামলার বিবাদীদের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান মুন্না, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, লোকমান মাজহারী ও মুফতি জাফর আহমেদ।

অভিযোগে বলা হয়েছে, ৫ নভেম্বর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের এক সমাবেশে বিবাদীরা উদ্দেশ্যমূলকভাবে মাওলানা সাদ সম্পর্কে মানহানিকর বক্তব্য দেন। এতে তাঁর সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আর্থিকভাবে ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আদালত মামলার আবেদন গ্রহণ করে সর্বোচ্চ কোর্ট ফি দাখিল সংক্রান্ত শুনানির জন্য ১৪ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত বিবাদীদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত