সিরিয়ার আলেপ্পো শহরের বিশ্ববিদ্যালয় হাসপাতালে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। আহত হয়েছেন আরও ২৩ জন। নিহতদের মধ্যে দুইজন গণমাধ্যমকর্মী ছিলেন বলে জানিয়েছে সিভিল ডিফেন্স।

পরবর্তীতে জানা যায়, নিহত দুই সাংবাদিক হলেন আহমদ ওমর এবং আলা আবরাশ। রোববার স্থানীয় সূত্রগুলো জানায়, রাশিয়ার ‘SU-24’ মডেলের যুদ্ধবিমান ব্যবহার করে হামলাটি চালানো হয়। প্রথমদিকে এ ঘটনায় ৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

সম্প্রতি আলেপ্পোর পশ্চিমাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী এবং বাশার আল-আসাদের বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। গত ২৭ নভেম্বর শুরু হওয়া এই সংঘর্ষে বিদ্রোহীরা দ্রুত অগ্রসর হয়ে আলেপ্পোর পশ্চিমাঞ্চল ও ইদলিব প্রদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে।

শুক্রবার বিকেলে বিদ্রোহীরা আলেপ্পো শহরে প্রবেশ করে এবং রাতে শহরের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সাদুল্লাহ আল-জাবরি স্কয়ার, প্রশাসনিক ভবন, পুলিশ সদর দপ্তর এবং ঐতিহাসিক আলেপ্পো দুর্গের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারা।

শনিবার বিদ্রোহী গোষ্ঠী ইদলিব প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। এর আগে তারা মারাত আল-নোমান এবং খান শাইখুনসহ বেশ কয়েকটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর দখল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *