ম্যান ইউনাইটেড গতকাল এভারটনের বিপক্ষে ৪-০ ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগে রুবেন আমোরিমের প্রথম জয় নিশ্চিত করেছে। এই জয়টি রুবেন আমোরিমের ইউনাইটেডের হেড কোচ হিসেবে অপরাজিত শুরু বজায় রেখেছে, যেখানে এটি ছিল তার তিনটি ম্যাচের মধ্যে প্রথম জয়।
ম্যাচের ৩৪ মিনিটে রাশফোর্ড তার প্রথম গোলটি করেন এবং পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের দ্বিতীয় গোলটি করেন। এরপর জির্কজি দুটি গোল করে দলকে জয়ের বন্দরে নোঙর করান।
এখন ইউনাইটেড ১৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে পৌঁছেছে। আর এভারটন ১৫ তম স্থানে অবস্থান করছে, রেলিগেশন জোন থেকে মাত্র দুই পয়েন্ট উপরে।
সূত্র: ফুটমোব