নিউজনেস্ট

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা

আগরতলায় সহকারী হাইকমিশনে পরিকল্পিত হামলা, পুলিশ ছিল নিষ্ক্রিয়
আগরতলায় সহকারী হাইকমিশনে পরিকল্পিত হামলা, পুলিশ ছিল নিষ্ক্রিয়। ছবি : হিন্দুস্তান টাইমস

ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন ভবনে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা হামলা চালিয়েছে।

সোমবার ‘বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত নির্যাতন’ এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই হামলার ঘটনা ঘটে।জানা গেছে, আগরতলার সার্কিট হাউসে গান্ধী মূর্তির সামনে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনটি একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে সংগঠনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সহকারী হাইকমিশনে স্মারকলিপি জমা দেয়।

তবে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ কিছু উগ্র সদস্য হাইকমিশন ভবনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তা ছিঁড়ে ফেলে। ভবনের সামনের সাইনবোর্ড ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দেয় তারা।

বিক্ষোভে অংশ নেওয়া এক নারী অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়মিত ঘটনা এবং চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার প্রতিবাদ জানাতেই তারা সহকারী হাইকমিশনে ভাঙচুর করেছেন।

অন্যদিকে সংগঠনের কার্যকরী সদস্য বি কে রায় বলেন, সহকারী হাইকমিশনের ভেতরে কী ঘটেছে, তারা তা দেখেননি। স্মারকলিপি দেওয়ার পর অফিসে কাউকেই দেখতে পাননি বলে দাবি করেন তিনি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও টিএসআর (ত্রিপুরা স্টেট রাইফেলস) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ চেষ্টার পর উত্তেজনা কিছুটা শান্ত হয়।

এই হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত