রবিবার অ্যানফিল্ডে অনুষ্ঠিত এক উত্তেজনাপূর্ণ ম্যাচে ম্যানসিটিকে ২-০ গোলে পরাজিত করেছে লিভারপুল। মোহাম্মদ সালাহ একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলের সহায়তা করেন। তবে তার অসাধারণ পারফর্মেন্স সত্ত্বেও লিভারপুলে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে সংশয়।
সালাহর বর্তমান চুক্তি শেষ হবে ২০২৪-২৫ মৌসুমের শেষে। তিনি সম্প্রতি জানান যে, এখনো ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নতুন চুক্তির প্রস্তাব পাননি। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহ বলেন, “এটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আজ হয়তো অ্যানফিল্ডে ম্যানসিটির বিপক্ষে আমার শেষ ম্যাচ। আমি শুধুই উপভোগ করার চেষ্টা করেছি।”
সালাহ আরও বলেন, “অ্যানফিল্ডের পরিবেশ অসাধারণ। এটা আমার জন্য ঘরের মতো। এখানে প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করি।”
ম্যানসিটির বিপক্ষে গোল এবং এসিস্ট করে সালাহ তার প্রিমিয়ার লিগের ৩৬টি ম্যাচে গোল এবং এসিস্টের যুগলবন্দি সম্পন্ন করেন। এর মাধ্যমে তিনি ওয়েন রুনির রেকর্ড স্পর্শ করেছেন।