নিউজনেস্ট

বাংলাদেশে রপ্তানি বন্ধের হুমকি দিয়ে শুভেন্দুর কড়া হুশিয়ারি

বাংলাদেশে রপ্তানি বন্ধের হুমকি দিয়ে শুভেন্দুর কড়া হুশিয়ারি
বাংলাদেশে রপ্তানি বন্ধের হুমকি দিয়ে শুভেন্দুর কড়া হুশিয়ারি। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা এবং বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহম্মদ ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে তিনি সোমবার সীমান্তবর্তী বনগাঁর পেট্রাপোল এলাকায় এক সভায় এ হুঁশিয়ারি দেন।

শুভেন্দু তাঁর বক্তব্যে বলেন, ‘ইউনূস হুঁশিয়ার! একদিনে শুধু কলকাতায় যে পরিমাণ আবর্জনা বের হয়, তা ঢাকায় ফেলে দিলে পুরো ঢাকা ঢেকে যাবে। তাই আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না।’তিনি বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ১৭,০০০ ভারতীয় জওয়ান নিজেদের জীবন উৎসর্গ করে বাংলাদেশ স্বাধীন করেছে। অতীত ভুলে গেলে ভবিষ্যৎ ভালো হয় না।

পেট্রাপোল সীমান্তে চলমান পণ্য পরিবহন বন্ধ নিয়ে শুভেন্দু বলেন, ‘আজ আমরা সীমান্ত দিয়ে পণ্য পরিবহন বন্ধ রেখেছি। আগামীকাল সকাল ছ’টা পর্যন্ত এই বন্ধ চলবে। এটি শুধু একটি ট্রেইলার। যদি অত্যাচার বন্ধ না হয়, তাহলে পরের সপ্তাহে পাঁচদিনের জন্য পরিবহন বন্ধ থাকবে। আর ২০২৫ সালে আমরা পুরোপুরি রপ্তানি বন্ধ করে দেব, তখন আলু-পেঁয়াজ খাওয়ার বিষয়টি বাংলাদেশ বুঝবে।’

এদিকে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাবে শুভেন্দু বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে যখন প্রতিবাদ হচ্ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্তদের পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়ার কথা বলেছিলেন। এখন তিনি সেই দায়িত্ব নরেন্দ্র মোদীর ওপর চাপিয়ে দিচ্ছেন।’

শুভেন্দুর এই মন্তব্যে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পণ্য পরিবহন বন্ধের কারণে সীমান্তের ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেটি সময়ই বলে দেবে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত