ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র সমর্থকদের হামলার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, সোমবার ভোরে বিক্ষোভকারীদের একটি বড় দল পরিকল্পিতভাবে সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে। তারা পতাকার খুঁটি ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং মিশনের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করেননি, যা স্পষ্ট পূর্ব পরিকল্পনার দিকে ইঙ্গিত দেয়।
বাংলাদেশ সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলে, কূটনৈতিক মিশনের ওপর এ ধরনের হামলা ভিয়েনা সনদের লঙ্ঘন। আগরতলার ঘটনা ছাড়াও গত ২৮ নভেম্বর কলকাতায় একই ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বিবৃতিতে বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত, কূটনৈতিক মিশনের নিরাপত্তা জোরদার এবং এমন হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।