নিউজনেস্ট

ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ ঘোষণা

ভারতের ত্রিপুরায় বাংলাদেশিদের হয়রানি
ভারতের ত্রিপুরায় বাংলাদেশিদের হয়রানি। ছবি : সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের হোটেল মালিকরা বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে হোটেল এবং রেস্তোরাঁর সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

ত্রিপুরা হোটেল অ্যাসোসিয়েশন সম্প্রতি এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

অ্যাসোসিয়েশনের সচিব সৈকত ব্যানার্জি জানান, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তের আওতায় রাজ্যের সব হোটেল এবং রেস্তোরাঁ বাংলাদেশি নাগরিকদের সেবা থেকে বিরত থাকবে। তবে, যারা ইতিমধ্যে হোটেলে অবস্থান করছেন, তারা তাদের নির্ধারিত সময় পর্যন্ত থাকতে পারবেন।

এছাড়া, প্রতিটি রেস্তোরাঁর সামনে স্টিকার লাগানো হবে যাতে লেখা থাকবে, ‘বাংলাদেশিদের প্রবেশ নিষেধ।’

ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্ত রাজ্যের পর্যটন এবং আন্তঃদেশীয় সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত