ইউক্রেনে চলমান যুদ্ধে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর সামরিক অভিযানে ইউক্রেনীয় সেনাবাহিনীর ১,৫০৫ জন সদস্য নিহত হয়েছেন। সোমবার প্রকাশিত রাশিয়ার দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, খারকিভসহ একাধিক এলাকায় রাশিয়ার বাহিনী ইউক্রেনীয় ইউনিটের ওপর ধারাবাহিক হামলা চালিয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মস্কো।
বিভিন্ন ফ্রন্টে হামলার বিবরণ
উত্তর ফ্রন্ট: খারকিভ অঞ্চলে রাশিয়ার ‘উত্তর’ বাহিনীর অভিযানে ইউক্রেনীয় সেনাবাহিনীর ৩৫ জন নিহত।
পশ্চিম ফ্রন্ট: ‘পশ্চিম’ বাহিনী খারকিভ, ডোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে তাদের কৌশলগত অবস্থান শক্তিশালী করেছে। শত্রুপক্ষের সেনা ও সরঞ্জাম ধ্বংসের পাশাপাশি নয়টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে। এতে ইউক্রেনের ৪৯০ জন সেনা নিহত হয়েছেন।
দক্ষিণ ফ্রন্ট: ডোনেৎস্ক অঞ্চলে ‘দক্ষিণ’ বাহিনী সুবিধাজনক অবস্থান দখল করে। এ অভিযানে ইউক্রেনের ২৬০ জন সেনা প্রাণ হারান।
মধ্য ফ্রন্ট: ডোনেৎস্কে ‘মধ্য’ বাহিনী নয়টি পাল্টা আক্রমণ প্রতিহত করে। এতে ইউক্রেনীয় সেনাবাহিনীর ৫২৫ জনের বেশি নিহত হয়েছেন।
পূর্ব ফ্রন্ট: ডোনেৎস্ক ও জাপোরিজিয়া অঞ্চলে ‘পূর্ব’ বাহিনী শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হয়ে হামলা চালায়। এতে ইউক্রেনের ১৫০ জন সেনা নিহত হন।
দনিপ্র ফ্রন্ট: জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলে ইউক্রেনীয় সেনা ও সামরিক সরঞ্জামে হামলা চালায় ‘দনিপ্র’ বাহিনী। এতে ইউক্রেনের ৫৫ জন নিহত হন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইউক্রেনের সামরিক বিমানবন্দর, শক্তি অবকাঠামো ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রসহ ১২৭টি এলাকায় হামলা চালানো হয়েছে। এ সময় একটি HIMARS ক্ষেপণাস্ত্র এবং ৬৯টি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে রাশিয়া।
সূত্র: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link