নিউজনেস্ট

সীমান্তে সনাতনী ঐক্য মঞ্চের বাধায় থেমে গেল বাংলাদেশের আমদানি

সীমান্তে সনাতনী ঐক্য মঞ্চের বাধায় থেমে গেল বাংলাদেশের আমদানিভা
সীমান্তে সনাতনী ঐক্য মঞ্চের বাধায় থেমে গেল বাংলাদেশের আমদানিভা। ছবি : সংগৃহীত

ভারতের করিমগঞ্জ জেলার শ্রীভূমি সীমান্তে বিক্ষোভের জেরে বাংলাদেশে পণ্য আমদানি কার্যক্রম থমকে গেছে। সনাতনী ঐক্য মঞ্চ নামে একটি সংগঠনের উদ্যোগে ‘চল বাংলাদেশ’ নামের আন্দোলন চালানোর ফলে সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে সীমান্ত দিয়ে কিছু কমলা জকিগঞ্জ শুল্ক স্টেশনে প্রবেশ করলেও, বিক্ষোভকারীদের বাধার কারণে পরে আর কোনো পণ্য আসেনি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের জকিগঞ্জ শুল্ক স্টেশনের সহকারী কমিশনার অসিত কুমার আচার্য্য।

তিনি জানান, জকিগঞ্জ স্টেশন দিয়ে শুধুমাত্র ভারত থেকে পণ্য আমদানি করা হয়। কোনো পণ্য রপ্তানি হয় না। তবে বিক্ষোভের কারণে আমদানি কার্যক্রম দুপুরের পর পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সোমবার দুপুরে করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। তাদের আন্দোলনের প্রতীকী নাম ছিল ‘চল বাংলাদেশ’। এর অংশ হিসেবে তারা বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ করে দেয় এবং বাংলাদেশি পণ্য বর্জনের আহ্বান জানান।

বিক্ষোভের জেরে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা পণ্যের গাড়ি করিমগঞ্জ শুল্ক স্টেশন থেকে ফেরত চলে গেছে। ফলে দুপুরের পর থেকে সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে কোনো পণ্য প্রবেশ করেনি।

সীমান্তে এই সংকট নিরসনে সোমবার বিকেলে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সামাজিক-সম্প্রীতিবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে এই সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ধর্মীয় প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন।

এই বিক্ষোভের ফলে সীমান্ত বাণিজ্যে যে স্থবিরতা দেখা দিয়েছে, তা দ্রুত কাটিয়ে ওঠার জন্য দুই দেশের সংশ্লিষ্ট পক্ষের সমন্বয় প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত