জ্যামাইকা টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। নাহিদ রানার প্রথম পাঁচ উইকেট শিকার ও দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং পারফরম্যান্সে সফরকারীরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১১ রানের লিড নিয়েছে।
প্রথম ইনিংসে মাত্র ১৮ রানে লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৫ উইকেটে ১৯৩ রানে নিয়ে ৩য় দিনের খেলা শেষ করে। শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ৮৫ রানে ১ উইকেট থেকে ১৪৬ রানে অলআউট হয়। রানার ৬১ রানে ৫ উইকেটের স্পেল সফরকারীদের জন্য দিনটি স্মরণীয় করে তোলে।
দ্বিতীয় দিনের শেষ ভাগে আগ্রাসী বোলিং চালিয়ে তৃতীয় দিনেও দাপট দেখান নাহিদ রানা। তাঁর গতিময় বোলিং এবং উচ্চতার বাউন্স ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের বিপদে ফেলে। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ১৪২ কিলোমিটার গতির বল দিয়ে ফেরানোর পর একে একে তিনি বাকি উইকেটগুলো তুলে নেন।
তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজও রানার সঙ্গে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মাত্র ২৫ ওভারে শেষ ৯ উইকেটের পতন ঘটিয়ে বাংলাদেশ এই ম্যাচে নিজেদের আধিপত্য বহাল রাখে।
প্রথম ইনিংসে ১৮ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা দ্রুত রান তুলতে শুরু করে। শাদমান ইসলাম ও মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৭০ রানের জুটি। মেহেদি ৩৯ বলে ৪২ রান করেন, যেখানে শাদমান করেন ৪৬।
অপরদিকে শাহাদাত হোসেনের ২৬ বলে ২৮ রানের ইনিংস দলের মনোবল বাড়িয়ে দেয়। বিশেষ করে, চার ওভারে ১০টি বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশ লাঞ্চ ব্রেকের পর প্রায় ৭০ রানের ঝড় তোলে।
উইকেট ও বাউন্স দিয়ে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করলেও ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিং ও বোলিং আক্রমণ পর্যাপ্ত ছিল না। কেমার রোচের অনুপস্থিতি দলের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়ায়।
বাংলাদেশ ৩য় দিন শেষে ২১১ রানের লিড নিয়ে ম্যাচে দারুণভাবে এগিয়ে আছে। সফরকারীদের এই পারফরম্যান্স টেস্ট ম্যাচে এক নতুন মাত্রা যোগ করেছে। চতুর্থ দিনের খেলা শুরু হলে বাংলাদেশ লিড বাড়িয়ে জয়ের জন্য চাপ তৈরি করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ইএসপিএন