বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের আট সদস্যের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অনুসন্ধানের ভিত্তিতে তাদের অবৈধ সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। গত ২১ নভেম্বর ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সম্পদ জব্দের অনুলিপি পাঠানো হয়েছে।
আদালতের আদেশে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আহমেদ আকবর সোবহান, তার স্ত্রী আফরোজা বেগম, তিন ছেলে সায়েম সোবহান আনভীর, সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান এবং তিন পুত্রবধূ সাবরিনা সোবহান, সোনিয়া ফেরদৌসী সোবহান ও ইয়াশা সোবহান।
এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, তদন্তে ৮টি দেশে বসুন্ধরা পরিবারের অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। জব্দের আদেশ সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছে এবং বিষয়টি নজরদারিতে রাখা হচ্ছে।
দুদকের এই পদক্ষেপকে দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সম্পদের প্রকৃত উৎস ও এর বৈধতা যাচাইয়ে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নিউজনেস্ট ডেস্ক
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link