ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ৩রা ডিসেম্বর অজ্ঞাত এক ব্যক্তি ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেয়। হুমকির পরপরই তাজমহলের ভেতরে এবং আশপাশে তল্লাশি চালায় উত্তর প্রদেশ পুলিশ। তবে সেখানে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, হুমকির বিষয়ে তদন্তে নেমেছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। তারা হুমকিদাতার পরিচয় শনাক্তে কাজ করছে।
সম্প্রতি ভারতে স্কুল, ট্রেন ও হোটেলসহ বিভিন্ন স্থানে বোমা হামলার ভুয়া হুমকির ঘটনা ঘটেছে। তবে তাজমহলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে এই হুমকিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে তাজমহলের নিরাপত্তায় মোতায়েন সিআইএসএফের সদস্যরা তল্লাশি চালিয়েছেন।
এ ঘটনায় তাজগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার এসিপি সৈয়দ আরিব আহমেদ জানান, বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে।
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link