নিউজনেস্ট

দুর্ভিক্ষে গাজাবাসী, ইসরায়েলি বাহিনীর সহযোগিতায় ত্রাণের হরিলুট

দুর্ভিক্ষে গাজাবাসী, ইসরায়েলি বাহিনীর সহযোগিতায় ত্রাণের হরিলুট
দুর্ভিক্ষে গাজাবাসী, ইসরায়েলি বাহিনীর সহযোগিতায় ত্রাণের হরিলুট। ছবি : সংগৃহীত

গাজায় চলমান দুর্ভিক্ষ দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে গাজাবাসীর জন্য পাঠানো ত্রাণ লুটপাট করার অভিযোগ উঠেছে। গাজার তথ্য অফিসের পরিচালক ইসমাইল থোয়াবেতা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে গাজাবাসীর জন্য পাঠানো ত্রাণ চুরি করতে সহায়তা করছে। প্রতিদিন ১০ থেকে ৩০টি ত্রাণবাহী ট্রাক গাজায় গেলেও ইসরায়েলি বাহিনীর সামনেই এসব ত্রাণ স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী লুট করছে।

এদিকে গাজার উত্তরাঞ্চলের দুর্ভিক্ষ মহামারি আকার ধারণ করেছে, ফলে বহু মানুষ মৃত্যুবরণ করছে। শিশুদের মধ্যে অপুষ্টি বৃদ্ধি পেয়েছে এবং ৩,৫০০ শিশুর মধ্যে গুরুতর অপুষ্টি দেখা দিয়েছে। থোয়াবেতা আরও জানান, দখলদার ইসরায়েল গত ৭ অক্টোবর থেকে গাজায় ৭০৬ পুলিশ সদস্য ও ত্রাণ নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে, যার ফলে ত্রাণ সরবরাহের কাজ আরো কঠিন হয়ে পড়েছে।

ইসরায়েলি বাহিনীর নীরব ভূমিকা এবং তাদের সহায়তায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো ত্রাণবাহী গাড়ি ও পণ্য লুট করা গাজার জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে। জাতিসংঘের ওনারওয়া জানায়, সশস্ত্র গোষ্ঠী গত মাসে তাদের ত্রাণ গাড়ি লুট করেছে, ফলে ত্রাণ সরবরাহ স্থগিত করা হয়েছে।

থোয়াবেতা বলেন, ইসরায়েলি বাহিনী যদি চায়, তবে এ ধরনের লুট বন্ধ করা সম্ভব। কিন্তু তারা পরিকল্পিতভাবে গাজায় মানবিক সংকট আরও তীব্র করে উল্লাস প্রকাশ করছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত