ভারতের আগরতলায় বাংলাদেশিদের ওপর হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভ্রমণ ও চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। এবার নতুন করে অভিযোগ উঠেছে যে, সেখানে বাংলাদেশি নাগরিকদের ওপর ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে উগ্র হিন্দুত্ববাদীরা হামলা চালিয়েছে।
মুজিবুর রহমান নামে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী জানান, তিনি ত্রিপুরায় একটি মেলায় অংশ নিতে গিয়ে হোটেলে ওঠেন, কিন্তু রাতে পুলিশসহ কয়েকজন তার উপর হামলা করে এবং তার কাছে থাকা কয়েকটি জামদানি শাড়ি ছিঁড়ে ফেলে। ফরিদ মিয়া নামের একজন পর্যটকও একই ধরনের পরিস্থিতিতে পড়েন। তিনি বলেন, হোটেল থেকে বের করে দেওয়ার পর তাকে টাকা ফেরত দেওয়া হয়নি এবং পরবর্তী সময়ে বাংলাদেশবিরোধী বিক্ষোভের মুখে পড়েন।
এছাড়া, বাংলাদেশি নাগরিকদের সীমান্ত পারাপারে বাড়তি ঝামেলা তৈরি হয়েছে। আখাউড়া চেকপোস্টে যাত্রী পারাপার কমেছে এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা পরিস্থিতি সামাল দিতে সতর্ক অবস্থানে রয়েছেন।
সীমান্তের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং বাংলাদেশিদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নিউজনেস্ট ডেস্ক
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link