নিউজনেস্ট

ভারতের ত্রিপুরায় বাংলাদেশিদের হয়রানি

ভারতের ত্রিপুরায় বাংলাদেশিদের হয়রানি
ভারতের ত্রিপুরায় বাংলাদেশিদের হয়রানি। ছবি : সংগৃহীত

ভারতের ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফিরে আসা প্রায় অর্ধশত বাংলাদেশি পর্যটক অভিযোগ করেন, আগরতলায় তাদের নানা ধরনের হয়রানি ও অপমানের শিকার হতে হয়েছে।

ফেরত আসা বাংলাদেশিরা জানান, সোমবার থেকে আগরতলার হোটেলগুলো বাংলাদেশিদের জন্য বুকিং দিচ্ছে না। ফলে যারা আগেই সেখানে গিয়েছিলেন, তারা পড়েছেন চরম বিপাকে। কেউ কেউ জরুরি কাজ অসম্পূর্ণ রেখেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন। আর যারা থাকার চেষ্টা করেছেন, তারা শহরের বাইরের হোটেলে উঠলেও নিরাপদ ছিলেন না।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা ও ব্যবসায়ী মো. মুজিবুর রহমান জানান, আগরতলায় একটি বাণিজ্য মেলায় অংশ নিতে গিয়ে চরম অপমানিত হয়েছেন। তার ভাষায়, ‘রাত আটটার দিকে একদল লোক মেলায় ঢুকে আমাদের স্টলে হামলা চালায়, শাড়ি ছিঁড়ে ফেলে, সাইনবোর্ড ভেঙে দেয় এবং ক্যাশ লুট করে। তারা ‘বাংলাদেশি কই’ বলে খুঁজতে থাকে। আমরা মেলার পেছনে লুকিয়ে থাকি।’

একই ধরনের অভিজ্ঞতার কথা বলেন কুমিল্লার লাকসামের ফরিদ আহমেদ। কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে আগরতলায় গিয়েছিলেন তিনি। কিন্তু কোনো হোটেল বাংলাদেশিদের রুম দিতে রাজি হয়নি। বাধ্য হয়ে শহরের বাইরে একটি হোটেলে উঠলেও স্থানীয়দের তীব্র আপত্তি ও হুমকির মুখে তাকে হোটেল ছাড়তে হয়। ফরিদ বলেন, ‘সীমান্ত পার হওয়ার সময় স্থানীয়রা আমাদের দেখে প্রশ্ন করে, আমরা কি ড. ইউনূসের লোক।’

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, ভারত থেকে ফিরে আসা প্রায় সবাই এমন অভিযোগ করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত