টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয়েছে ১৩৪ কোটি টাকা। তবে রাজনৈতিক অস্থিরতার মধ্যে শেখ হাসিনার দেশত্যাগের পর এসব অর্থের মধ্যে ১২০ কোটি টাকা উত্তোলন করা হয়। বর্তমানে অ্যাকাউন্টে রয়েছে মাত্র ১৪ কোটি টাকা।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ১৭টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন তলব করে এবং বিধিবহির্ভূত লেনদেনের অভিযোগে হিসাবগুলো জব্দ করে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে।

এছাড়া রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের শান্তিনিকেতনে তার একটি ডুপ্লেক্স বাড়িরও সন্ধান পাওয়া গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ছয়জন সাংবাদিকের সঙ্গে তাকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *