সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের দেইর আজ-জোরে ফোরাত নদীর পূর্বদিকে ইরান-সমর্থিত মিলিশিয়ার অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) অভিযানে সহায়তা হিসেবে এ হামলা চালানো হয় বলে আল-জাজিরাকে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য এক মার্কিন সূত্র।
সূত্র জানায়, এই হামলার উদ্দেশ্য ছিল আত্মরক্ষামূলক। ফোরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির ওপর হুমকির জবাবে এই অভিযান পরিচালিত হয়। হামলায় ইরান-সমর্থিত মিলিশিয়াদের রকেট লঞ্চার কে লক্ষ্যবস্তু বানানো হয়।
অন্যদিকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দেইর আজ-জোরে কোনো সরাসরি সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের বাহিনী অংশ নেয়নি। তবে আত্মরক্ষার এবং সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই হামলা চালানো হয়।
উত্তর ও পূর্ব সিরিয়ায় সক্রিয় সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) কুর্দি নেতৃত্বাধীন একটি জোট। এটি ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোটের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
বর্তমানে এসডিএফ সিরিয়ার এক-চতুর্থাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। তাদের নিয়ন্ত্রণে রয়েছে তেলের খনি ও কৌশলগত গুরুত্বপূর্ণ কিছু এলাকা। এসব এলাকায় প্রায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
সূত্র : আল জাজিরা
নিউজনেস্ট ডেস্ক
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link