নিউজনেস্ট

এবার দিল্লি জামে মসজিদের তদন্ত চেয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা

এবার দিল্লি জামে মসজিদের তদন্ত চেয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা
দিল্লির জামে মসজিদ। ছবি : সংগৃহীত

ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনার জাতীয় পর্যায়ের সভাপতি বিষ্ণু গুপ্ত অভিযোগ করেছেন, দিল্লির ঐতিহাসিক জামা মসজিদের ( বাংলাদেশে যা দিল্লি জামে মসজিদ নামে পরিচিত ) নির্মাণকার্যে হিন্দু দেবদেবীর মূর্তি ব্যবহার করা হয়েছে। কিছু মূর্তি মসজিদের সিঁড়ির নিচেও পুঁতে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

বিষ্ণু গুপ্তের দাবি, জামা মসজিদের বর্তমান কাঠামোর নিচে প্রাচীন মন্দিরের চিহ্ন থাকতে পারে। তিনি বলেছেন, ‘ঐতিহাসিক প্রমাণ অনুযায়ী, মুঘল সম্রাট আওরঙ্গজেব হিন্দুদের অপমান করার উদ্দেশ্যে এ ধরনের কাজ করেছিলেন। সত্য উদঘাটনের জন্য তদন্ত জরুরি।’ এএসআই এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

জামা মসজিদ, যা মসজিদ-ই জাহান-নুমা নামেও পরিচিত, ১৬৪৪ থেকে ১৬৫৬ সালের মধ্যে মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেন। এটি ভারতের অন্যতম বৃহৎ মসজিদ এবং মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। মসজিদটি লাল বেলেপাথর ও সাদা মার্বেলের সমন্বয়ে নির্মিত। মসজিদটিতে একসঙ্গে প্রায় ২৫,০০০ মুসল্লি নামাজ পড়তে পারেন।

মসজিদটি দিল্লির একটি প্রধান পর্যটন কেন্দ্রও বটে। তবে মসজিদে প্রবেশের সময় শালীন পোশাক পরিধান করে জুতা খুলে প্রবেশ করা বাধ্যতামূলক।

জামা মসজিদের বিতর্ক এমন এক সময়ে সামনে এসেছে যখন ভারতের বিভিন্ন ঐতিহাসিক মসজিদ নিয়ে একই ধরনের অযৌক্তিক ও ভিত্তিহীন অভিযোগ উঠছে। জ্ঞানপাপী মসজিদ এবং মথুরার শাহী ইদগাহ মসজিদও এই বিতর্কের আওতাধীন। অভিযোগ রয়েছে, এগুলো হিন্দু মন্দিরের ওপর নির্মাণ করা হয়েছে।

১৯৯১ সালের প্লেসেস অফ ওয়ারশিপ (স্পেশাল প্রোভিশন) অ্যাক্ট অনুযায়ী, ১৯৪৭ সালের ১৫ আগস্ট পর্যন্ত ধর্মীয় স্থানের যে চরিত্র ছিলো, তা অপরিবর্তিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই আইন কে চ্যালেঞ্জ করে বিভিন্ন মামলা হয়েছে।

মুসলমানদের ধর্মীয় স্থাপনা নিয়ে এই বিতর্ক স্মরণ করিয়ে দেয় বাবরি মসজিদের ঘটনা। ১৯৯২ সালে অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। পরে সুপ্রিম কোর্টের রায়ে ওই জায়গায় মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়। এসবের ফলে ভারতের মুসলমানদের বিভিন্ন ঐতিহাসিক ধর্মীয় স্থানে এ ধরনের বিতর্ক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত