নিউজনেস্ট

ভারতীয় রুপির দর এবার সর্বকালের সর্বনিম্নে

ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্নে ভারতীয় রুপি
ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্নে ভারতীয় রুপি। ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান সর্বকালের সর্বনিম্নে নেমে এসেছে। গত মঙ্গলবার ৩রা ডিসেম্বর ডলারের বিপরীতে রুপির দর প্রথমবারের মতো ৮৪ দশমিক ৭৫-এ পৌঁছায়। তবে দিন শেষে তা সামান্য বেড়ে ৮৪ দশমিক ৬৮ রুপিতে স্থির হয়। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সোমবার ২রা ডিসেম্বর রুপির মান নেমে গিয়েছিল ৮৪ দশমিক ৭০-এ। আর ডলারের সূচক বেড়ে দাঁড়িয়েছে ১০৬ দশমিক ৫০-এ। অর্থনীতিবিদরা মনে করছেন, রুপির দর আরও কমতে পারত। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)-এর হস্তক্ষেপের কারণে দরপতন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় অর্থনীতির ধীরগতির প্রবৃদ্ধি এবং বিদেশি পুঁজি বিনিয়োগে (এফপিআই) সংকোচনের কারণে রুপির মান কমেছে।

অন্যদিকে, আন্তর্জাতিক বাণিজ্যে ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলো (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) যদি একটি অভিন্ন মুদ্রা প্রবর্তনের উদ্যোগ নেয়, তবে যুক্তরাষ্ট্র আমদানি করা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির প্রভাবও রুপির দরপতনে বেশ ভূমিকা রেখেছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত