ভারতের সাম্প্রদায়িক আগ্রাসনের বিষয়ে সতর্ক করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশ বাংলা, বিহার ও উড়িষ্যার ওপর নিজেদের দাবি জানাতে পারে। তিনি মনে করেন, সাম্প্রদায়িক সংঘাতের মাধ্যমে দিল্লির আধিপত্য একদিন চূর্ণ হয়ে যাবে।
আজ বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মিছিল ও সমাবেশে এ মন্তব্য করেন তিনি। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে তিনি বক্তব্য দেন।
রিজভী বলেন, ‘বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা একটি বড় আঘাত। বাংলাদেশ এ ঘটনা কখনোই ভুলবে না।’ তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার এবং তাদের সমর্থিত ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
বিজেপির সমালোচনা করে তিনি বলেন, ‘গোঁড়া হিন্দুত্ববাদকে ভিত্তি করেই বিজেপি ক্ষমতায় এসেছে। সাম্প্রদায়িক হিংসা ছড়ানোই তাদের টিকে থাকার একমাত্র উপায়।’ তবে তিনি উল্লেখ করেন, ভারতের সাধারণ মানুষের প্রতি বাংলাদেশের কোনো বিদ্বেষ নেই।
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে দৃঢ় মনোভাব প্রকাশ করে রিজভী বলেন, ‘যদি উগ্রবাদী শক্তি যুদ্ধের উসকানি দেয়, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষায় সর্বশক্তি নিয়ে দাঁড়াবে। দুর্জয় এ বাংলাদেশ কখনোই মাথা নত করবে না।’
এই বক্তব্যের মধ্য দিয়ে রিজভী ভারতের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।