পাঠ্যবই মুদ্রণ ও সরবরাহ শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের নোট ও গাইড বই ছাপা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
গতকাল মঙ্গলবার এনসিটিবি এক নোটিশে জানায়, পাঠ্যবই মুদ্রণ ও বিতরণ কার্যক্রম চালু রয়েছে। শিক্ষার্থীদের সময়মতো বই সরবরাহ নিশ্চিত করতে সহায়ক বই বা নোট-গাইড প্রকাশ আপাতত স্থগিত রাখতে হবে।
এদিকে, পাঠ্যবইয়ের পাণ্ডুলিপি নোট-গাইড প্রকাশকদের কাছে কীভাবে পৌঁছেছে, তা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রফেসর রবিউল কবীর চৌধুরীর নেতৃত্বে গঠিত এই কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এছাড়া সফটকপি সরবরাহ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা যাচাই এবং জড়িত প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করে রিপোর্ট প্রস্তুতের নির্দেশও দেওয়া হয়েছে।