নিউজনেস্ট

বাংলাদেশিদের অনুপস্থিতিতে কলকাতার ব্যবসায়ীদের মাথায় হাত

বাংলাদেশিদের অনুপস্থিতিতে কলকাতার ব্যাবসায়ীদের মাথায় হাত
বাংলাদেশিদের অনুপস্থিতিতে কলকাতার ব্যাবসায়ীদের মাথায় হাত। ছবি: সংগৃহীত

‘মিনি বাংলাদেশ’ নামে পরিচিত ভারতের কলকাতার মারকুইস স্ট্রিট এখন প্রায় ক্রেতাশূন্য। বাংলাদেশি পর্যটকদের সংখ্যা হ্রাস পাওয়ায় এলাকার ব্যবসা-বাণিজ্যে নেমেছে ধস। বহু ব্যবসায়ী এখন আধপেট খেয়ে দিন কাটাচ্ছেন।

বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতির প্রধান কারণ হচ্ছে ভারতের টুরিস্ট ভিসা বাতিল। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পর্যটকদের বদলে এখন কেবল চিকিৎসা ভিসাধারীরাই আসছেন। তাতে হোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসা চলা কঠিন হয়ে পড়েছে।

হোটেল আফসারের মালিক জানান, আগে ৪০ রুমের হোটেলে জায়গা পাওয়া যেত না। এখন ১০-১৫টি রুমও পূর্ণ হয় না। একই অভিযোগ মারকুইস স্ট্রিটের রেঁস্তোরাগুলোরও। রেস্তোরার মালিকরা বলছেন, ‘রান্নার আইটেম কমিয়ে আনলেও লাভ হচ্ছে না।’

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ছাপ পড়েছে কলকাতার এই এলাকায়। বাংলাদেশি পর্যটকদের আগমন কমে যাওয়ায় ব্যবসায়ীরা চরম সংকটে।

তবে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কলকাতার স্থানীয়রা বলছেন, ‘আর ধর্ম বা গুজবের ভিত্তিতে বিভাজন নয়, মানুষের সেবাই আমাদের লক্ষ্য।’

বাণিজ্য স্বাভাবিক না হলে এ অঞ্চলের বহু ব্যবসা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত