নিউজনেস্ট

বাশারকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে: রয়টার্স

বাশারকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে: রয়টার্স
সিরিয়ার স্বৈর শাসক বাশার আল আসাদ। ছবি: সংগৃহীত

সিরিয়ার স্বৈর শাসক বাশার আল আসাদকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে একাধিক সূত্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করলেও বিষয়টি নিয়ে বিস্তারিত কোন সংবাদ পাওয়া যায়নি। তবে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, বিদ্রোহীদের অভিযানে দামেস্কের পতনের পর একটি উড়োজাহাজ রাজধানী ত্যাগ করে। ফ্লাইট রাডার-২৪ এর তথ্য অনুসারে, ‘সিরিয়ান এয়ার-৯২১৮’ নামের ফ্লাইটটি দামেস্ক ছেড়ে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায় এবং পরে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

উড়োজাহাজটি বিদ্রোহীদের আক্রমণে ভূপাতিত হতে পারে বলে কিছু সূত্র দাবি করেছে। তবে এই দাবির পক্ষে নিশ্চিত কোন প্রমাণ এখনো পাওয়া যায়নি।

রাশিয়া জানিয়েছে, বাশার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সমঝোতায় প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর সম্মতি দিয়েছেন। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যেখানে উড়োজাহাজটি যাওয়ার কথা, সেখানে কোন বিধ্বস্ত উড়োজাহাজের খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত