নিউজনেস্ট

রোহিঙ্গা প্রত্যাবর্তনে বৈশ্বিক ঐকমত্য জরুরি: ড. খলিলুর রহমান

রোহিঙ্গা সংকট সমাধানে “আউট অব দ্য বক্স” চিন্তার তাগিদ
বাংলাদেশে আসা রোহিঙ্গাদের শরণার্থী শিবির, কক্সবাজার। ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য বৈশ্বিক ঐকমত্য জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। তিনি এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

কাতারের দোহায় দোহা ফোরামের একটি সেশনে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ চরম চাপের মধ্যে রয়েছে। দ্রুত তাদের দেশে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।

তিনি জানান, আগামী বছর জাতিসংঘের একটি বিশেষ সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশাবাদী।

ফোরামের সেশনে বাংলাদেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। উপস্থিত বক্তারা গণতন্ত্র, শাসন ব্যবস্থার সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে মতামত দেন।

ড. খলিলুর রহমান আরও উল্লেখ করেন, বাংলাদেশের সাম্প্রতিক গণ-আন্দোলনের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এখন সময় রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক ভবিষ্যত নির্মাণের।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ থেকে উত্তরণের এই সময়ে আমরা প্রতিবেশী ভারত থেকে দায়িত্বশীল আচরণ ও সহযোগিতা আশা করি। আসন্ন বৈঠকে সম্পর্ক উন্নয়নে নতুন দিক উন্মোচিত হতে পারে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিশ্চিত করা ছাড়া এই সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি সতর্ক করেন।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত