নিউজনেস্ট

সিরিয়ার রাজধানী দামেস্কে কারফিউ জারি

সিরিয়ার রাজধানী দামেস্কে কারফিউ জারি
সিরিয়ার রাজধানী দামেস্কে কারফিউ জারি। ছবি: সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে কারফিউ জারি করেছে স্বাধীনতাকামী সংগঠন হায়াত তাহরির আশ শাম (এইচটিএস)। রোববার বিকেল ৪টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে। আসাদ সরকারের পতনের পর শহরে নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকার পতনের পর থেকেই দামেস্কে গোলাগুলির শব্দ শোনা গেছে। পাশাপাশি ইতালীয় ও ইরানি দূতাবাসে হামলার খবরও পাওয়া গেছে। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, স্বাধীনতাকামীরা ইরানি দূতাবাসে হামলা চালিয়ে জানালা ভাঙচুর ও লুটপাট করে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট বাশার আল আসাদ আলোচনার মাধ্যমে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়েছেন। তবে রাশিয়া এই আলোচনায় অংশ নেয়নি বলে জানিয়েছে মস্কো।

দামেস্কের কারফিউ ঘোষণার পর থেকে পরিস্থিতি একেবারে থমথমে হয়ে আছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত