তারিখ প্রদর্শন
লোগো

হবিগঞ্জের বাহুবলে পাঁচ টাকার টমটম অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে চার গ্রামের মধ্যে সংঘর্ষে পুলিশসহ প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের মৌছাক এলাকায় এ সংঘর্ষ ঘটে।

গ্রামগুলোর মধ্যে দীর্ঘসময় ধরে চলা সংঘর্ষে দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক সূত্রে জানা গেছে, সাতপাড়িয়া গ্রামের এক যুবক ও পার্শ্ববর্তী কবিরপুর গ্রামের এক ব্যক্তির মধ্যে টমটম ভাড়াকে কেন্দ্র করে বিরোধ শুরু হয়। এ ঘটনাটি দ্রুত চার গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়।

পুলিশ জানিয়েছে, গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যসহ বহু লোক আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *