নিউজনেস্ট

ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল বাংলাদেশ

ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল বাংলাদেশ
গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নিয়ে ভারতীয় ব্যাটারদের বিপর্যস্ত করেন ইকবাল হোসেন ইমন। ছবি: এসিসি

দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫৯ রানের জয়ে ভারতকে পরাজিত করে এশিয়া কাপের শিরোপা ধরে রাখল। ইকবাল হোসেন ইমন এবং আজিজুল হাকিমের অনবদ্য বোলিংয়ে দলটি দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতল।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৩৯ রানে, ৩৫.২ ওভারে। এই হারের দিনে ভারতীয় ক্রিকেটের জন্য এটি আরও হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ একই দিনে তাদের পুরুষদের টেস্ট দল এবং নারীদের ওডিআই দলও বড় পরাজয়ের সম্মুখীন হয়।

টস জিতে ব্যাটিংয়ে পাঠানো হলে বাংলাদেশ ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি। ওপেনার কালাম সিদ্দিকি ১৬ বলে মাত্র ১ রান করে ফিরে যান। এরপর জাওয়াদ আবরারের ছোট ঝড়ো ইনিংস (২০) কিছুটা স্থিতি আনলেও দলের রানসংখ্যা বাড়ানোর দায়িত্ব পালন করেন মোহাম্মদ শিহাব জেমস (৪০) এবং রিজান হোসান (৪৭)। তাদের ৬২ রানের পার্টনারশিপে দলের স্কোর দাঁড়ায় ১২৮ রানে। তবে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বাংলাদেশ ১৯৮ রানে অলআউট হয়। ভারতীয় বোলারদের মধ্যে যুধাজিৎ গুহা এবং দিব্যরাজ সিং ২টি করে উইকেট নেন।

১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ভারত ধাক্কা খায়। ফাহাদের বলে দ্বিতীয় ওভারে মেঘালয় থেকে উঠে আসা ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশী দ্রুত বিদায় নেন। এরপর অধিনায়ক মোহাম্মদ আমানের সঙ্গে কার্তিকেয়ার একটি ছোট পার্টনারশিপ তৈরি হলেও ইকবাল হোসেন ইমনের দারুণ স্পেলে ভারতের মিডল অর্ডার ধসে পড়ে। ইমন তার চার ওভারে ২৪ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

অপরদিকে অধিনায়ক আজিজুল হাকিম ৮ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন এবং ভারতের ইনিংস শেষ করে দেন। উইকেটকিপার ফরিদ হাসান ক্যাচ তুলে নিয়ে দারুণ অবদান রাখেন।

ইমন ও হাকিমের অসাধারণ বোলিংয়ে ভারতকে ১৩৯ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ শিরোপা নিশ্চিত করে। ম্যাচ শেষে বাংলাদেশ দলের খেলোয়াড়রা আনন্দে মেতে ওঠে। এ জয়ের মাধ্যমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আবারও প্রমাণ করল, এশিয়ার ক্রিকেটে তাদের অবস্থান কতটা শক্তিশালী।

+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত