সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরিবারসহ রাশিয়ার মস্কোতে আশ্রয় নিয়েছেন। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ক্রেমলিনের একটি সূত্র জানিয়েছে, বাশার আল আসাদ ও তার পরিবারকে মানবিক কারণে রাশিয়া আশ্রয় দিয়েছে। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বর্তমানে মস্কোতে অবস্থান করছেন।
উল্লেখ্য, সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্ক স্বাধীনতাকামীরা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। স্বাধীনতাকামীরা দামেস্ক দখলের মাধ্যমে বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা করেন। তারা এক বিবৃতিতে জানান, ‘অত্যাচারী বাশার আল আসাদ পালিয়ে গেছেন। আমরা দামেস্ককে অত্যাচারমুক্ত ঘোষণা করছি।’
আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্বাধীনতাকামীদের তীব্র আক্রমণের মুখে প্রেসিডেন্ট আসাদের অনুগত সেনাবাহিনী ইরাকে পালিয়েছে।