বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারও আমদানি হয়েছে ১০০ টন আতপ চাল। চট্টগ্রামের সালমা ট্রেডিংয়ের মালিক সামসুল আলম এই চাল আমদানি করেছেন। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের মাধ্যমে গত রোববার চালগুলো বন্দরে আসে।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে গত ২৬শে নভেম্বর একই বন্দর দিয়ে আরও ১০০ টন আতপ চাল আমদানি করা হয়েছিল। মূলত পাথর আমদানির জন্য ব্যবহৃত এ বন্দরে অন্য পণ্যও নিয়মিত আমদানি হচ্ছে।
সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, দূরত্বের কারণে এ বন্দরের মাধ্যমে চাল আমদানি কিছুটা ব্যয়বহুল। তবে ভারতীয় রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ করে পণ্যের দাম কমানোর চেষ্টা চলছে।
পণ্য পরিবহনে সমস্যা থাকায় রোববার আমদানি করা চালের মধ্যে ৭০ টন ইতোমধ্যে গন্তব্যে পাঠানো হয়েছে। বাকি ৩০ টন চাল সোমবার চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়।