নিউজনেস্ট

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি

ঢাকা সফর নিয়ে দিল্লিতে বিক্রম মিশ্রির ব্রিফিং
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ সোমবার ৯ই ডিসেম্বর সকালে ঢাকায় পৌঁছেছেন। ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে সকাল সাড়ে আটটার কিছু আগে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান।

বিক্রম মিশ্রির এই সফর এমন সময়ে হচ্ছে, যখন বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে নানা চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এটি পররাষ্ট্রসচিব হিসেবে মিশ্রির প্রথম বাংলাদেশ সফর।

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন বিক্রম মিশ্রি। এর আগে তারা একান্ত বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক এবং নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন মিশ্রি। বিকেলের দিকে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হওয়ার পর এটিই বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের প্রথম বৈঠক। মিশ্রির এই সফরকে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। তার এই সংক্ষিপ্ত সফর দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে কতটা কার্যকর হয়, তা সময়ই বলবে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত