বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এ হামলার ঘটনা ঘটে।
গতকাল দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে তথ্য দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি এক পোস্টে লিখেন, ‘নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছে আমাদের গাড়িবহর। ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। অনেকে আহত হয়েছেন।’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন।
সংগঠনের আরেক মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার পোস্টে লিখেন, ‘আমার ভাই-বোনদের ওপর হামলাকারীদের ক্ষমা নেই। আমরা জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছি।’
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের নেতারা। সরকারের কাছে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।