ভারতের দিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। আজ সোমবার সকালে এক মেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। হুমকির তালিকায় রয়েছে ডিপিএস আরকে পুরাম এবং জিডি গোয়েঙ্কা স্কুলসহ বেশ কয়েকটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। খবর এনডিটিভির।
ইমেইলে বলা হয়েছে, স্কুল ভবনের ভেতর একাধিক বোমা রাখা হয়েছে। বোমাগুলো আকারে ছোট হলেও সেগুলো গুরুতর আহতের কারণ হতে পারে। পাশাপাশি হামলা ঠেকাতে ৩০ হাজার ডলার দাবিও করা হয়।
সকালে স্কুলগুলোতে বোমা হামলার খবর ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দ্রুত তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
প্রথম হুমকির খবর আসে সকাল ৬টা ১৫ মিনিটে জিডি গোয়েঙ্কা স্কুল থেকে। পরে সকাল ৭টা ৬ মিনিটে ডিপিএস আরকে পুরাম থেকেও এমন একটি ফোন পায় ফায়ার ডিপার্টমেন্ট।
বোমা নিষ্ক্রিয় দল ও পুলিশের তল্লাশিতে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। দিল্লি পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।