সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালানোর পর যুক্তরাষ্ট্র সিরিয়ায় আইসিসের ৭৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। গতকাল রবিবার এই হামলা চালানো হয়। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন বলেন, আইসিস নতুন করে শক্তি অর্জনের জন্য সিরিয়ার শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করবে। তবে আমেরিকা তা কখনোই হতে দেবে না। তিনি জানান, এই হামলা তার সরাসরি নির্দেশেই পরিচালিত হয়েছে।
২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদের সরকার দীর্ঘ ১৩ বছর টিকে ছিল। তবে সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) রাজধানী দামেস্কের দখল নেয়। বিদ্রোহীরা শহরে প্রবেশ করলে বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান।
এদিকে সিরিয়ায় কোন সরকার না থাকার সুযোগে ইসরায়েল গোলান মালভূমির সিরীয় অংশে প্রবেশ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার সরকার পতনের ফলে গোলান নিয়ে করা চুক্তির আর কোন ভিত্তি নেই। আমরা আমাদের সীমান্তে শত্রুদের কোনভাবেই আধিপত্য বিস্তার করতে দেব না।
সূত্র: আল জাজিরা