‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি আজ আপিল বিভাগে অনুষ্ঠিত হবে। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বেঞ্চ এ শুনানির জন্য গতকাল আদেশ দেন। আবেদনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
২০২০ সালের ১০ই মার্চ হাইকোর্ট ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের নেতৃত্বাধীন বেঞ্চ সেই রায়ে বলেন, জয় বাংলা জাতীয় ঐক্যের প্রতীক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগান, যা ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের সঙ্গে সংবিধানেও অন্তর্ভুক্ত।
তবে মন্ত্রিপরিষদ বিভাগ এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে, যেখানে রায় স্থগিতের আবেদনও রয়েছে।
এর আগে ২০১৭ সালের ৪ঠা ডিসেম্বর হাইকোর্ট ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল। রিটকারী আইনজীবী বশির আহমেদ দাবি করেন, ‘জয় বাংলা’ জাতীয় ঐক্যের প্রতীক এবং মুক্তিযুদ্ধের প্রেরণা। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু এই স্লোগানের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এটি কোন দল বা ব্যক্তির স্লোগান নয়, এটি পুরো জাতির চেতনার প্রতীক।
আজকের শুনানির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত অপেক্ষা করছে।