নিউজনেস্ট

সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত

সাদা পোশাকে গ্রেপ্তার বন্ধের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা যাবে না এবং আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে নিরপেক্ষ থাকতে হবে।

আজ সোমবার ৯ই ডিসেম্বর খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভুয়া মামলা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি লুট হওয়া অস্ত্র উদ্ধারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ওপর গুরুত্ব দেন তিনি।

মব জাস্টিসের প্রবণতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় তেলবাজি বন্ধ করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত