নিউজনেস্ট

ইয়েমেনে বড় ধরনের হামলার পরিকল্পনা ইসরায়েলের

ইয়েমেনে বড় ধরনের হামলার পরিকল্পনা ইসরায়েলের
ইয়েমেনে বড় ধরনের হামলার পরিকল্পনা ইসরায়েলের। ছবি: আরটি অ্যারাবিক

ইসরায়েল ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। গতকাল রবিবার ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান-১১ জানায়, সম্প্রতি ইয়েমেন থেকে ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রবিবার ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়। তবে এতে সতর্ক সংকেত বাজানোর প্রয়োজন হয়নি।

গত সপ্তাহে হুথিরা জানিয়েছে, তারা ইরাকের ‘হিজবুল্লাহ’ এর সঙ্গে মিলে ইসরায়েলের উত্তর ও দক্ষিণে ড্রোন হামলা চালিয়েছে। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেন থেকে ২০০টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে।

কান-১১ এর প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের নিরাপত্তা বিভাগ মনে করছে, হুথিদের ‘কঠোর বার্তা’ দেওয়ার প্রয়োজন রয়েছে। অন্যদিকে ইরাকি গোষ্ঠীগুলো সাম্প্রতিক সময়ে ইসরায়েলে হামলা কমিয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েলি যুদ্ধবিমান ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে হামলা চালায়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয় দেশটি। এছাড়া গত জুলাইয়ে তেল আবিবে ইয়েমেন থেকে ছোঁড়া ড্রোনে এক ইসরায়েলি নিহত হন।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত