নিউজনেস্ট

ভারতে ধর্ষণের অভিযোগে চার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ভারতে ধর্ষণের অভিযোগে চার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি। নিউজনেস্ট

ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ধর্ষণের অভিযোগে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ৮ই ডিসেম্বর কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। অভিযুক্তরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি আব্দুল লতিফ রিপন এবং মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমদ জুয়েল।

শিলং পুলিশ জানায়, অভিযুক্তরা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে আশ্রয় নেন। সেখানে ধর্ষণের একটি ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা হয়। মামলায় ছয়জনকে আসামি করা হলেও দুইজন এখনও পলাতক। পলাতকদের মধ্যে রয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু।

সূত্র জানায়, অভিযুক্তরা শিলংয়ে অবস্থানের সময় মুভমেন্ট পাস নিয়ে থানায় অবগত করলেও কলকাতা যাওয়ার আগে স্থানীয় প্রশাসনকে জানাননি। ফ্ল্যাট কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।

স্থানীয় নেতাদের মতে, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে আব্দুল লতিফ রিপন ও ইলিয়াস আহমদ জুয়েলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ রয়েছে। অন্যরা একই ফ্ল্যাটে থাকার কারণে জড়িত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

সিলেটের একজন আওয়ামী লীগ নেতা জানান, গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে কয়েকজনের অতীত রেকর্ড ভালো নয়। তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত