নিউজনেস্ট

নভেম্বরে সীমান্তে ভারত ও মিয়ানমারের ২,৬০৮ নাগরিক আটক

নভেম্বরে সীমান্তে ভারত ও মিয়ানমারের ২,৬০৮ নাগরিক আটক
নভেম্বরে সীমান্তে ভারত ও মিয়ানমারের ২,৬০৮ নাগরিক আটক। ছবি: সংগৃহীত

গত নভেম্বর মাসে সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি ২ হাজার ৬০৮ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে। এর মধ্যে ১১জন ভারতীয় এবং ২ হাজার ৫৯৭ জন মিয়ানমারের নাগরিক। আটক ব্যক্তিদের মধ্যে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবি জানায়, এ সময় অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার দায়ে ৪৯২ জন বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়েছে।

এছাড়া সীমান্তে চোরাচালান রোধে ২০৯ জন চোরাচালানিকে আটক করা হয় এবং প্রায় ১৭২ কোটি টাকার পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণ, রুপা, তৈরি পোশাক, কাঠ, চা পাতা, চিনি, কয়লা, মোবাইল সামগ্রী, যানবাহনসহ অন্যান্য চোরাচালান পণ্য।

অস্ত্র উদ্ধার কার্যক্রমে ৬টি পিস্তল, ৮টি গান, ১টি রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়েছে।

এদিকে মাদকের বিরুদ্ধে অভিযানেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে প্রায় ৯.৬৬ লাখ ইয়াবা, ৬ কেজি হেরোইন, বিদেশি মদ, গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য।

বিজিবি জানায়, এসব অভিযান সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত