সিরিয়ার বিদ্রোহীরা এখনও সিদনায়া সামরিক কারাগারের লক কোড ভাঙতে ব্যর্থ হয়েছে। ফলে কারাগারটি সরকারের পতনের পরও রহস্যের আচ্ছাদনে আবদ্ধ। যদিও রোববার ভোরে প্রধান ফটক খোলার পর কিছু বন্দিকে মুক্ত করা হয়েছে, তবে কারাগারের ভূগর্ভস্থ কক্ষে আটক বন্দিদের অবস্থান সম্পর্কে কোন স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।
প্রতিবেদন অনুযায়ী, কারাগারে ১ লাখ ২০ হাজার বন্দি থাকতে পারে। বিদ্রোহীরা এখনও লক কোড ভাঙতে এবং গোপন কক্ষের মানচিত্র বের করার জন্য কাজ করছে। তবে কারাগারের দেয়াল ভেঙে কিছু বন্দিকে উদ্ধার করার প্রচেষ্টা চালালে এখনও তাতে সফল হয়নি।
বন্দিদের মুক্তির জন্য আন্তর্জাতিক সহায়তার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। এদিকে সিদনায়া কারাগারের কোড বা গোপন কক্ষের তথ্য জানালে ১ লক্ষ মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া কারারক্ষীদের নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা