মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বাংলাদেশ সীমান্তবর্তী এ শহরটি দখলের মাধ্যমে পুরো সীমান্তজুড়ে তাদের নিয়ন্ত্রণে এসেছে। মিয়ানমারের সামরিক সরকারের সাথে দীর্ঘ ছয় মাসের সংঘর্ষের পর আরাকান আর্মি গতকাল রোববার মংডু দখলে নেওয়ার দাবি করে।
রাখাইনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আরাকান আর্মি জান্তার সীমান্ত রক্ষী বাহিনীর শক্তিশালী ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের বিতাড়িত করেছে। এ লড়াইয়ে জান্তা সরকারের মিত্র গোষ্ঠীগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হয়। অভিযানে বেশ কয়েকজন সেনা ও বিদ্রোহীকে আটক করার দাবি করেছে তারা।
আরাকান আর্মির দাবি, তারা মংডুর পাশাপাশি বুথিডং ও শিন এলাকার পালেতাওয়ার নিয়ন্ত্রণ নিয়েছে। এখন গাওয়া, তাউনগুপ ও আন শহরের দখল নিতে লড়াই করছে। আন শহরের বেশ কয়েকটি ঘাঁটি এরই মধ্যে তারা দখল করেছে।
এদিকে রাখাইন রাজ্যে খাদ্য ও ওষুধ সংকটে ২০ লাখের বেশি মানুষ দুর্ভোগে আছে বলে জানিয়েছে জাতিসংঘ। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থপূর্ণ সংলাপ এ অঞ্চলের সংকট নিরসনে ভূমিকা রাখতে পারে।
মিয়ানমারে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করা সন্ত্রাসী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য আরাকান আর্মি। রাখাইন অঞ্চলে তাদের ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল করে তুলছে।