ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের তেলআবিবে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। গাজায় নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতি। গতকাল সোমবার ৯ই ডিসেম্বর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হুতি গোষ্ঠী এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী ইসরায়েলের একটি স্পর্শকাতর স্থাপনায় আঘাত হেনেছে। অন্যদিকে, ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়, ইয়াভনে শহরের একটি ভবনে ড্রোন আঘাত করেছে। তবে ড্রোনটি শনাক্তে ব্যর্থ হওয়ার কারণ জানতে তদন্ত চলছে।
এদিকে হুতি গোষ্ঠী হামলার উদ্দেশ্য সফল হয়েছে বলে দাবি করলেও বিস্তারিত কিছু জানায়নি। ইসরায়েলি মিডিয়ার তথ্যমতে, হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি, তবে ভবনের ক্ষতি হয়েছে।
হুতি গোষ্ঠী জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের নির্মম গণহত্যার জবাবেই এ হামলা। তারা হুমকি দিয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ না হলে এ ধরনের হামলা চালিয়ে যাবে।
উল্লেখ্য, গত ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে শহিদের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন লক্ষাধিক আর বাস্তুচ্যুত হয়েছেন বিপুলসংখ্যক ফিলিস্তিনি। আল জাজিরা জানায়, ইয়েমেনের রাজধানী সানআ’সহ বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে হুতি গোষ্ঠী।
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link