নিউজনেস্ট

পাঠ্যবইয়ে জুলাই বিপ্লবের গ্রাফিতি, ছাপা হচ্ছে ৪০ কোটি কপি

পাঠ্যবইয়ে জুলাই বিপ্লবের গ্রাফিতি, ছাপা হচ্ছে ৪০ কোটি কপি
পাঠ্যবইয়ে জুলাই বিপ্লবের গ্রাফিতি, ছাপা হচ্ছে ৪০ কোটি কপি। ছবি: সংগৃহীত

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে নতুন সংযোজন হিসেবে এসেছে জুলাই বিপ্লবের গ্রাফিতি ও বীরত্বগাঁথা। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত প্রায় ৪০ কোটি ১৬ লাখ বই ছাপাচ্ছে সরকার, যার জন্য বরাদ্দ ধরা হয়েছে ১ হাজার ৭৫০ কোটি টাকা। প্রতিটি বইয়ে গণ-অভ্যুত্থানের চিত্র ও দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে।

এবারের বইগুলোতে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে দেশের গঠনে অবদান রাখা নেতাদের ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। মওলানা আবদুল হামিদ খান ভাসানী, তাজউদ্দীন আহমদ এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বিষয়েও তথ্য যুক্ত করা হয়েছে। তৃতীয় শ্রেণির বাংলা বইয়ে ‘যত বিপদ তত ঐক্য’ শিরোনামের গ্রাফিতি স্থান পেয়েছে, আর ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইয়ে গল্পের মাধ্যমে জুলাই বিপ্লবের বীরত্বগাঁথা উপস্থাপন করা হয়েছে।

এনসিটিবি চেয়ারম্যান ড. এ কে এম রিয়াজুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে কিছু নির্বাচিত গ্রাফিতি এবং বিশেষ প্রবন্ধ সংযোজন করা হয়েছে। ইংরেজি বইয়ে ‘গ্রাফিতি’ শিরোনামে একটি আর্টিকেল রয়েছে, আর পঞ্চম শ্রেণির বইয়ে রাখা হয়েছে ‘আমরা তোমাদের ভুলবো না’ শিরোনামের লেখা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুস সালাম বলেছেন, গুণগত মানসম্পন্ন বই তৈরি ও দীর্ঘমেয়াদে ব্যবহারের দিকে নজর দিতে হবে। বারবার পরিবর্তন না করলেই ব্যয় কমানো সম্ভব।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, পাঠ্যবইকে ইতিহাসবিকৃতি থেকে মুক্ত রেখে শিক্ষার্থীদের জন্য সার্বজনীন ও ঐতিহাসিকভাবে সঠিক তথ্য উপস্থাপন করাই তাদের লক্ষ্য।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত