ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি ব্যঙ্গ করে বলেছেন, ‘আমার কাছে খবর আছে, ঢাকা থেকে তিন লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করতে।’
গতকাল সোমবার ৯ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের এক জনসভায় শুভেন্দু বাংলাদেশকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘ওদের আছে টা কী? আমাদের রাফাল যুদ্ধবিমান রাখা আছে হাসিমারায় (পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে অবস্থিত ভারতীয় বিমানঘাঁটি)!’
শুভেন্দুর এমন মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘আপনারা বাংলা, বিহার, ওড়িশা দখল করবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা মোটেও ভাববেন না। যদিও সেই ক্ষমতা নেই আপনাদের। ভারতবর্ষ অখণ্ড আর আমরাও সবার সঙ্গে অখণ্ড। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই!’
এর আগেও শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। গত রোববার ৮ই ডিসেম্বর তিনি বলেন, ‘ভারত একটি রাফাল যুদ্ধবিমান পাঠালেই বাংলাদেশ কেঁপে উঠবে। বাংলাদেশের মানুষ ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কিছু জানে না।’ তিনি বাংলাদেশের মানুষকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের সামরিক শক্তি সম্পর্কে জেনে নিতে পরামর্শ দেন!
বিতর্কের কেন্দ্রবিন্দুতে শুভেন্দু
শুভেন্দুর এসব মন্তব্য বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক প্রেক্ষাপটে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। যদিও এই বক্তব্যের কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও বাংলাদেশের পক্ষ থেকে আসেনি। তবে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা কুড়িয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশকে নিয়ে এমন অবমাননাকর মন্তব্য ভারতের আঞ্চলিক সম্পর্ক ও কূটনীতির জন্য ক্ষতিকর হতে পারে। শুভেন্দুর বক্তব্যকে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে দেখলেও এর নেপথ্যে আঞ্চলিক রাজনীতির গভীর হিসাব-নিকাশ লুকিয়ে থাকতে পারে।