ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু করেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-সমর্থিত সিভিল সোসাইটি অব দিল্লি। ‘হিন্দু নিপীড়নের’ অভিযোগ তুলে আয়োজিত এ মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি বাংলা।
১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিল আরএসএস। সংগঠনের দিল্লি শাখার নেতা রজনীশ জিন্দাল দাবি করেছেন, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে নিপীড়নের প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি।
দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ হাইকমিশনের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে মিছিলকারীদের দূতাবাস পর্যন্ত যেতে দেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে, যেখানে লেখা ছিল— ‘বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও’ ও ‘বাংলাদেশ, একাত্তর মনে করো’, ইত্যাদি।
এ কর্মসূচিতে আরএসএস নেতাসহ ঢাকার সাবেক ভারতীয় রাষ্ট্রদূত বিনা সিক্রি এবং সাবেক আইবি প্রধান রাজীব জৈনের উপস্থিত থাকার কথা রয়েছে। মিছিলকারীরা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে স্মারকলিপি দেওয়ারও পরিকল্পনা করেছে।
এই বিক্ষোভকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় প্রতিবাদ কর্মসূচি হিসেবে বিবেচনা করা হচ্ছে।