নিউজনেস্ট

সাত দিনে অর্ধলাখ টন সয়াবিন তেল আমদানি

সাত দিনে অর্ধলাখ টন সয়াবিন তেল আমদানি
সাত দিনে অর্ধলাখ টন সয়াবিন তেল আমদানি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে গত এক সপ্তাহে ৫০ হাজার টনের মতো অপরিশোধিত সয়াবিন তেল আমদানি করা হয়েছে। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে চারটি বড় জাহাজে এই তেল এনেছে সিটি, মেঘনা ও টিকে গ্রুপ।

বন্দর সূত্রে জানা গেছে, গত ৫ই নভেম্বর আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা ‘আরডমোর চেয়েন্নে’ নামের জাহাজটি ৬ ডিসেম্বর চট্টগ্রামে পৌঁছায়। সম্পূর্ণ তেল খালাস করে ৯ ডিসেম্বর এটি ভারতের উদ্দেশে রওনা হয়। অন্যদিকে ব্রাজিল থেকে ৭ নভেম্বর যাত্রা করা ‘সানি ভিক্টরি’ মঙ্গলবার চট্টগ্রামে এসে পৌঁছেছে।

আর্জেন্টিনা থেকে আসা ‘ডাম্বলডোর’ ও ‘জিঙ্গা থ্রেশার’ নামের আরও দুটি জাহাজ ৭ ডিসেম্বর ও ১০ ডিসেম্বর বন্দরে পৌঁছেছে।

বন্দরের একজন কর্মকর্তা জানান, আমদানি করা তেল খালাস করে কাস্টমস নিয়ন্ত্রিত ট্যাংক টার্মিনালে রাখা হবে। শুল্ক পরিশোধের পর এসব তেল কারখানায় পাঠিয়ে পরিশোধন শেষে বাজারে সরবরাহ করা হবে।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়েছে। এরই মধ্যে আবার সোমবার এক বৈঠকে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত