নিউজনেস্ট

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ছবি: নিউজনেস্ট

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কেন্দ্রীয় কমিটির নতুন গঠনপ্রক্রিয়া সম্পন্ন করেছে। দলটির ১১ সদস্যের প্রেসিডিয়াম, ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৫১ সদস্যের মজলিসে আমেলার নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার রাজধানীর গুলিস্তানে হোটেল ইম্পেরিয়ালে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামের নির্দেশনা অনুযায়ী একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবার আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। দাওয়াতি কাজকে আরও গতিশীল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি কাজের কেন্দ্রবিন্দুতে ইবাদত থাকা উচিত।

প্রেসিডিয়াম সদস্য

১১ সদস্যের প্রেসিডিয়ামে রয়েছেন:

  • মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
  • অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী
  • মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
  • আল্লামা নুরুল হুদা ফয়েজী
  • মাওলানা আব্দুল আউয়াল
  • মাওলানা আব্দুল হক আজাদ
  • অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ
  • খন্দকার গোলাম মাওলা
  • অধ্যাপক আশরাফ আলী আকন
  • মাওলানা হাফেজ নেয়ামতুল্লাহ আল ফরিদী
  • অধ্যাপক মাহবুবুর রহমান

উপদেষ্টা পরিষদ

১৫ সদস্যের উপদেষ্টা পরিষদে আছেন শরিয়াহ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং মানবাধিকার কর্মীসহ বিভিন্ন পেশার প্রতিনিধি। এতে রয়েছেন মুফতি ওমর ফারুক সন্দ্বীপী, মাওলানা ড. আ. ফ. ম. খালিদ হোসেন এবং তথ্য উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান খান নদভীসহ অন্যরা।

মজলিসে আমেলা

৫১ সদস্যের মজলিসে আমেলার নেতৃত্ব দিচ্ছেন:

  • আমির: মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
  • সিনিয়র নায়েবে আমির: মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
  • মহাসচিব: হাফেজ মাওলানা ইউনুস আহমাদ

এছাড়াও যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, এবং অন্যান্য বিভাগের দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর দলীয় নেতারা বলেছেন, ইসলামী আন্দোলনের লক্ষ্য হলো ন্যায়ের ভিত্তিতে একটি কল্যাণমূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

এই নতুন কেন্দ্রীয় কমিটি ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত