নিউজনেস্ট

আফগানিস্তানের মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি আত্মঘাতী হামলায় শহিদ

আফগানিস্তানের মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি আত্মঘাতী হামলায় শহিদ
আফগানিস্তানের মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি আত্মঘাতী হামলায় শহিদ। ছবি: সিএনএন

কাবুলে একটি আত্মঘাতী হামলায় আফগান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি শহিদ হয়েছেন। আজ বুধবার জোহরের নামাজের আগে মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের কাছে এই হামলার ঘটনা ঘটে।

সূত্র জানায়, হামলাকারী মন্ত্রীর চলার পথের কাছে বিস্ফোরণ ঘটায়। এতে মন্ত্রী ঘটনাস্থলেই শহিদ হন এবং সাথে থাকা আরও কয়েকজন আহত হন।

হাক্কানি আফগানিস্তানের সোভিয়েতবিরোধী জিহাদে এক গুরুত্বপূর্ণ নেতা হিসেবে ভূমিকা রেখেছিলেন। পরবর্তীতে মার্কিন আগ্রাসনের সময়ও তিনি প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ছিলেন প্রখ্যাত জালালুদ্দিন হাক্কানির ভাই এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা।

এই হামলার পেছনে কারা জড়িত, তা এখনও পরিষ্কার নয়। ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত