গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের সলিং মোড়ে একটি তুলার গুদামে আজ বুধবার ১১ই ডিসেম্বর সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে জহিরুল ইসলাম সরকারের মালিকানাধীন গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর হুমায়ুন জানিয়েছেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে। নিয়ন্ত্রণে আসার পর এখন ডাম্পিংয়ের কার্যক্রম চলমান।